Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Artificial breeding center

 

কী সেবা কীভাবে পাবেন

 

### এখানে কি কি সেবা দেওয়া হয়ঃ-

১। কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর জাত উন্নয়ন করা হয়।

২। কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর অধিক দুধ ও মাংস উৎপাদন করা হয় ।

৩। কৃষক ভাইদের উন্নত জাতের ঘাস চাষ বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

৪। গবাদি পশুকে মোটা-তাজাকরণ বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

৫। গবাদি পশুকে কৃমি নাশক ঔষধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়।

৬। হাঁস-মুরগী পালন ও খামার স্থাপনের জন্য পরামর্শ দেওয়া হয়।

৭। গবাদি পশুর প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।

৮। গবাদি পশুর কৃত্রিম প্রজনন সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করা হয়।

 

ক্রমিক নং

সেবা সমূহ

সেবা গ্রহণকারী

সেবা প্রদানে সময়সীমা

মমত্মব্য

 

(ক) কেন্দ্রে পালিত ষাঁড় হতে সিমেন সংগ্রহ সংরক্ষণ ও বিভিন্ন

উপকেন্দ্র/পয়েন্টে বিতরণ।

(খ) তরল ও গভীর হিমায়িত সিমেন সংগ্রহ ও সংরক্ষণ ও বিভিন্ন

উপকেন্দ্র/পয়েন্টে বিতরণ।

কৃষক

খামারী

সকাল ৯.০০ টা

হতে

বিকাল ৫.০০ টা

 

 

জেলা কেন্দ্রে আগত গাভী/বকনা কৃত্রিম প্রজননের ব্যবস্থা গ্রহণ।

-ঐ-

-ঐ-

 

ক) তরল সিমেন।

-ঐ-

-ঐ-

১৫/-

খ) গভীর হিমায়িত সেমেনের মূল্য।

-ঐ-

-ঐ-

৩০/-

 

ক) তরল সিমেন।

অধিদপ্তর বহিঃভুত

সংস্থাসমূহ

-ঐ-

১৫/-

খ) গভীর হিমায়িত সেমেনের মূল্য।

-ঐ-

-ঐ-

৪০/-

গ) উপকরনাদির মূল্য।

-ঐ-

-ঐ-

ক্রয় মূল্যে

প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।

কৃষক ও খামারী

-ঐ-

বিনা মূল্যে

কৃত্রিম প্রজনন উপকেন্দ্র/পয়েন্ট পরিদর্শন কালে জনসাধারনের

সমস্যা শুনা ও পরামর্শ প্রদান।

-ঐ-

-ঐ-

বিনা মূল্যে